ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ৭ পৌষ ১৪৩১
good-food
১৬২৫

করোনা সংকটকালে ঘরে রাখুন তুলসী গাছ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৫ ১১ জুলাই ২০২০  

চারিদিকে মহাসংকট। এ মহাবিপদ থেকে মুক্তি দিতে একের পর এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে দেশ। এ অবস্থায় করোনা কাঁটা এবং পারিপার্শ্বিক আর্থিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে তুলসী নিয়ে কয়েকটি বাস্তু টিপস নেয়া যাক। 
ধনপ্রাপ্তি বা সম্পত্তি বৃদ্ধির জন্য় কার্তিক মাসের সকালে স্নান করে শুদ্ধভাবে ১১টা তুলসী পাতা ঘরের আটার কৌটতে রাখুন। বহু জ্যোতিষীর দাবি, এটি করলে গৃহস্থে ধনসম্পত্তি বৃদ্ধি হয়। 
চাকরি পেতে কিংবা ধনসম্পত্তি বাড়াতে হলে গোটা কার্তিক মাস একাগ্রভাবে করতে হবে তুলসী উপাসনা। এজন্য় প্রতি বৃহস্পতিবার এ গাছের চারা একটি কাপড়ে মুড়ে নিজের পড়ার ঘরে বা কর্মস্থলে ডেস্কে রাখতে হবে। 
নিজের বাড়িতে যদি তুলসী গাছ না থেকে থাকে, তাহলে কার্তিক মাসে তা রোপন করুন। আর বাড়িতে যদি থাকে, তাহলে ১১টি তুলসী তুলে ঘরের নারায়ণের সামনে রাখুন। 
অনেক সময় দেখা যায়, বহুদিন ধরে কোনও কাজ আটকে রয়েছে কিন্তু হচ্ছে না। সেই কাজে আসছে নানা বাধা। তা কাটানোর জন্য কার্তিক মাস জুড়ে তুলসী উপাসনা করলে মিলতে পারে সাফল্য। 
উল্লেখ্য, এসব মত শাস্ত্রবিদদের

গাছের জন্য ১ মিনিট বিভাগের পাঠকপ্রিয় খবর